নিজস্ব সংবাদদাতাঃ টানা ১১ দিন করোনায় মৃত্যুহীন ছিল বাংলা। কিন্তু রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে মহামারীর ছোবলে। সংক্রমিত হয়েছেন ৩৬ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। তবে নতুন করে চিন্তা বাড়াল মৃত্যু। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা ২০, ১৭, ৪৯৫ জন। সুস্থ হয়েছেন ১৯,৯৫,৭১০ জন। আর প্রাণ হারিয়েছেন মোট ২১,১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১,৪৯৪। যার মধ্যে ০.৩০ শতাংশ রিপোর্ট পজিটিভ।