তারস্বরে হনুমান চালিসা বাজিয়ে পুলিশ হেফাজতে এমএনএস নেতা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তারস্বরে হনুমান চালিসা বাজিয়ে পুলিশ হেফাজতে এমএনএস নেতা

নিজস্ব সংবাদদাতা : মসজিদে লাউডস্পিকার বন্ধ না হলে পাল্টা একই রকম আওয়াজে হনুমান চল্লিশা বাজানোর কথা বলেছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। শনিবার এমন মন্তব্য করার পর রবিবার তা ঘটল বাস্তবে। মুম্বাইয়ের ঘাটকোপারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা অফিসে লাউডস্পিকারে বাজানো হল হনুমান চালিসা। ঘটনাস্থলে আসে পুলিশ। হেফাজতে নেওয়া হয় এমএনএস মহেন্দ্র ভানুশালীকে। ছাড়া পাওয়ার পর এ প্রসঙ্গে মহেন্দ্র জানান, ''রাজ ঠাকরে সাহেব রাস্তায় 'হনুমান চালিসা' বাজানোর নির্দেশ দিয়েছিলেন, আমি বাধ্য হয়েছিলাম। পুলিশ এসেছিল এবং আমাদের বলেছিল এটা না করতে কারণ এতে শত্রুতা হতে পারে, কিন্তু মসজিদের লাউডস্পিকার নিয়ে কি এত বেশি লোকের শত্রুতা ছিল? মুম্বাই পুলিশ আমার উপর ৫,০৫০ টাকা জরিমানা আরোপ করেছে এবং নোটিশ দিয়েছে যে যদি আমি আবার এমন ঘটনা ঘটাই, কঠোর ব্যবস্থা নেওয়া হবে; আমার লাউডস্পিকার পরে ফেরত দেওয়া হবে।'' তিনি আরও বলেন, 'ওরা আমার অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়েছে। কিন্তু আমি বলতে চাই, আগামী সময়ে লাউডস্পিকারের মাধ্যমে 'জয় শ্রী রাম' বাজানো হবে।"