কবে দীপক চাহারে যোগ দেবেন চেন্নাই শিবিরে?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কবে দীপক চাহারে যোগ দেবেন চেন্নাই শিবিরে?

​নিজস্ব সংবাদদাতাঃ এই বারের ১৫তম আইপিএল-এ সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের জন্য। পর পর ব্যর্থতা আসছে ধোনিদের জন্য। বোলিং বিভাগের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কিন্তু এত খারাপ খবরের মাঝেও ভালো খবরের দেখা পাওয়া গেল। জানা যাচ্ছে এই মাসের শেষের দিক করেই চেন্নাই সুপার কিংসে যোগ দিতে চলেছে দীপক চাহার।