বুচা এখন যেন জলজ্যান্ত মৃত্যুপুরী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বুচা এখন যেন জলজ্যান্ত মৃত্যুপুরী

​নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহর এখন যেন জলজ্যান্ত এক মৃত্যুপুরী। প্রায় জনমানবহীন শহর। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। শহরের মেয়র অ্যানাতোলি ফেদোরুক জানিয়েছেন, 'নির্বিচারে হত্যালীলা চালিয়ে পুতিনবাহিনী'। সূত্রের খবর, ইতিমধ্যেই ২৮০ জনকে কবর দেওয়া হয়েছে। শহরের রাস্তাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও বহু দেহ।