​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল-এর এতদিনের পুরানো দল হেরে গিয়েছে অপর দলের কাছে। এমনকি এই ১৫তম আইপিএল-এ একটাও ম্যাচ জেতেনি। যযুবেন্দ্র চাহাল ম্যাচ প্রসঙ্গে বলে, “একটু খারাপ লাগছে। কিন্তু ঠিক আছে। এটাই খেলা। আমরা জিতেছি এটাই আনন্দের। হ্যাটট্রিক পেলে ভাল লাগত। আমি কোনও দিন হ্যাটট্রিক করিনি।”