New Update
/anm-bengali/media/post_banners/m3OFixvf6OLxjbLmR2OC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্ক প্রতারণা মামলায় মুম্বইতে অস্বস্তিতে বিজেপি শিবির। জানা গিয়েছে, রবিবার এবার বিজেপি নেতা প্রবীণ দারেকরকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য নোটিশ পাঠাল মুম্বই পুলিশ। উল্লেখ্য, এমআরএ মার্গ থানায় দারেকরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আম আদমি পার্টির নেতা ধনঞ্জয় শিন্ডের অভিযোগের ভিত্তিতে পুলিশ দারেকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। আপ নেতার অভিযোগ, দারেকর প্রতীগ্য লেবার কো-অপারেটিভ সোসাইটির সদস্য হওয়ার জন্য কিছু নথি জাল করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us