বড় সাফল্য বিএএসএফ এর, সীমান্তে আটক মাছ ও সিগার পাচারকারী দল

author-image
Harmeet
New Update
বড় সাফল্য বিএএসএফ এর, সীমান্তে আটক মাছ ও সিগার পাচারকারী দল

​নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের অধীনে সীমান্ত সুরক্ষা বাহিনী জেলা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকায় পৃথক ঘটনায় পাঁচ লক্ষ টাকার বিভিন্ন জিনিস আটক করেছে। তবে এই কাজের সাথে জড়িত চোরাকারবারিরা পালাতে সক্ষম হয়।

 বর্ডার সিকিউরিটি ফোর্সের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, চারটি আলাদা ঘটনা, যার মধ্যে ১০৭ বাহিনীর সীমা চৌকি - মোস্তফাপুর, একটি বিশেষ অভিযানে, ১২ পলি ব্যাগ মাছের বীজ, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা এবং সীমা চৌকি- সুতিয়া সাড়ে ৪ হাজার টাকার দেশীয় মদ আটক করা হয়েছে। অন্য একটি ঘটনায়, ৮ বাহিনীর সীমা চৌকি - হাজরাখাল এর জওয়ানেরা তাদের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১.৮২ লক্ষ টাকা মূল্যের মার্লবোরো গোল্ড সিগারেট জব্দ করেছে , তবে চোরাচালানকারিরা ঘন অন্ধকার ও কলা বাগানের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। এ ছাড়া, ৮২ বাহিনীর সীমা চৌকি মহখোলার জওয়ানেরা টহল চলাকালীন ২১ হাজার টাকা মূল্যের ফেনসিডিল এবং welcryex জব্দ করেছে, তবে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাজেয়াপ্ত করা মাল পরবর্তী তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা ও শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ধরণের পণ্য পাচার রোধে বর্ডার সিকিউরিটি বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যার কারণে চোরাচালানকারী ও দালালরা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনকে ধরে আইন অনুসারে শাস্তি দেওয়া হচ্ছে।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=8622



For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm