নিজস্ব সংবাদদাতাঃ দেখে নিন চলতি মাস আয়ের জন্য কোন রাশির জাতক জাতিকার জন্য ভাল।
কর্কট রাশিঃ আয় ক্ষেত্র থেকে রাহুর গমন এবং মাসের প্রথম সপ্তাহের পর মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করলেও মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশিঃ আয় ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক মাসের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক ছিন্ন হলেও আয় ক্ষেত্রাধিপতির একাদশে আগমন খুব অশুভ ফল দান করবে না। সিংহ রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথমার্ধ শুভ এবং পরবর্তী অর্ধে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা রাশিঃ আয় ক্ষেত্রের সঙ্গে শনি এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্ক। মাসের প্রথম সপ্তাহের পর মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক ছিন্ন হবে এবং দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক সৃষ্টি হবে। মাসের প্রথমার্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুভত্ব বৃদ্ধি পাবে।
তুলা রাশিঃ আয় ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শুক্রের। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও আয়পতির উচ্চক্ষেত্রে আগমনে তুলা রাশির ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে।
বৃশ্চিক রাশিঃ আয় ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রবি এবং বুধের। মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং বুধের সহিত সম্পর্ক ছিন্ন হলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক স্থাপিত হবে। শুভত্ব বৃদ্ধি পাবে আয়ের ক্ষেত্রে।