১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স

নিজস্ব সংবাদদাতাঃ পরপর উইকেট হারিয়ে ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস। রোভম্যান পাওয়েলকে (১২ বলে ২০ রান) তুলে নিয়ে দিল্লির লড়াইয়ের যাবতীয় আশা শেষ করে দেন মহম্মদ শামি। খলিল আমেদকেও ফেরান তিনি। ১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স।