বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু!

নিজস্ব সংবাদদাতাঃ  শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বোমায় গুরুতর জখম হল এক শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। বোমা বিস্ফোরণে হাত-পা উড়ে ঝলসে গিয়েছে এক চার বছরের শিশু। ওমর ফারুক নামে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা ও বোমা  তৈরির মশলা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের উস্তির কেয়াকনা গ্রামের ঘটনা। শনিবার দুপুর ১১ টা নাগাদ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে খেলছিল ওমর ফারুক নামে ওই শিশু। বাড়ির কাছে খেজুর গাছের তলায় বোমা পড়েছিল। আর সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন। ঘটনাস্থলে পৌঁছে দেখে গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ৪ বছরের শিশু। ওমর ফারুক লস্কর নামে ওই শিশুকে পরে পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে জেরে শিশুর হাত-পা  ঝলসে গিয়েছে।