নির্বাচনী প্রচারে শত্রুঘ্ন সিনহা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নির্বাচনী প্রচারে শত্রুঘ্ন সিনহা

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলের ইসমাইল মোড় থেকে হুড খোলা গাড়ি করে প্রচার করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল হাসপাতাল মোড় থেকে মহিশীলা পর্যন্ত প্রচার করেন তৃণমূল প্রার্থী। প্রচারে শত্রুঘ্ন সিনহার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী ,প্রদীপ মজুমদার। শত্রুঘ্ন সিনহাকে দেখার জন্য রাস্তার পাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে অনুব্রত মণ্ডল সমন্ধে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেন, "আমি অনুব্রতকে জানি না চিনি না ,কবে এসেছিলো। আমায় দিদি পাঠিয়েছে আমি আপনাদের প্রার্থী তার বেশি কিছু জানা নেই।"