প্রকৃতি রক্ষায় পুরুলিয়াবাসীর আন্দোলন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রকৃতি রক্ষায় পুরুলিয়াবাসীর আন্দোলন

নিজস্ব সংবাদদাতাঃ পাহাড় বিক্রি করছে সরকার। পুরুলিয়ার হুড়া ব্লকের আনাচে-কানাচে ঘুরছে এই প্রশ্ন। কলাবনী পঞ্চায়েত এলাকার তিলাবনী পাহাড় কেটে গ্রানাইট উত্তোলনকে কেন্দ্র করে শুরু হয়েছে আন্দোলন। একটি বেসরকারি সংস্থাকে পাথর কেটে গ্রানাইট তোলার বরাত দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ধর্ম, জীবন-জীবিকা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িত রয়েছে পাহাড়। সেই কারণে পাহাড় কাটার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় মানুষ। এদিকে, হুড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রানাইট উত্তোলনের বরাত দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। যদিও স্থানীয় মানুষের আবেগ, ধর্মীয় বিশ্বাস এবং জীবিকা সহ অন্যান্য বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রাকৃতিক দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ তিলাবনী। তাই গ্রানাইট উত্তোলনের নামে পাহাড় ধ্বংসের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। পাহাড় বাঁচানোর দাবিতে শুরু হয়েছে গণ আন্দোলন। শানিবার এক প্রতিবাদ মিছিলে বের করেন এলাকার অগণিত মানুষ। আন্দোলনকারী বিশ্বনাথ মাহাতো বলেন, “এই পাহাড় ধ্বংস করে ফেলা হবে বলে আমাদের কাছে খবর রয়েছে। তাই আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। তিলাবনীর সঙ্গে আমাদের ধর্মবিশ্বাস জড়িত। আমাদের ধারণা এটি আসলে পাহাড় ধ্বংস করার একটি চক্রান্ত। তাই আমরা সাধারণ মানুষ এক ছাতার তলায় এসে আন্দোলন করছি।”