এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে তলব চার কর্তাকে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে তলব চার কর্তাকে

নিজস্ব সংবাদদাতাঃ  আদালতের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ মেনে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। পরে ডিভিশন বেঞ্চ সেই জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিলেও স্কুল সার্ভিস কমিশনের যে কমিটির হাত ধরে নিয়োগ হয়েছে, সেই কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনও বাধা নেই। তাই আদালতের নির্দেশ পাওয়ার পরই শনিবার ওই চার প্রাক্তন কর্তাকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছিল। কিন্তু এদিন বেলা বাড়লেও তাঁরা কেউই সেখানে আসেননি। কমিটির তালিকায় রয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রীর সচিব এস আচার্য, শিক্ষা দফতরের তৎকালীন ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, স্কুল শিক্ষা দফতরের তৎকালীন ডেপুটি ডিরেক্টর একে সরকার ও দফতরের ল অফিসার টি পাঁজা। তবে, শিক্ষামন্ত্রী বদলে যাওয়ার পর ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।