নিজস্ব প্রতিনিধি -আগরতলায় পেট্রোলের দাম ছুঁয়েছে ১০৫.৪১ টাকায় সাথে প্রিমিয়াম পেট্রোলের দাম ১০৯. ৬৮ টাকা, সাথে বেড়েছে সিএনজির দামও প্রতি কেজিতে ৮ টাকা করে দাম বেড়েছে।জ্বালানির অনিয়ন্ত্রিত দাম নিয়ে ভোক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, পেট্রোল ডিলাররা বলছেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা জ্বালানি ক্রয় করছেন না, ফলে ব্যবসায় লোকসান শুরু হয়েছে।