New Update
/anm-bengali/media/post_banners/R5SSk58XoQc2lMIb7m0n.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ'থালাইভা’— এক নামে তাঁকে চেনে আট থেকে আশি। বাঁকা ঠোটের হাসি, ভুরু নাচিয়ে সংলাপ, সানগ্লাস শূন্যে ভাসানো, কিংবা সিগারে হাওয়ায় ছুঁড়ে মুখে নেওয়া—এ সব তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’! শিবাজি রাও গাইকাওয়াড ওরফে রজনীকান্ত। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এক সাফল্যের গল্পগাঁথা রয়েছে তাঁকে ঘিরে। রজনীকান্তের ছবি মানে একরাশ উচ্ছ্বাস। ভক্তদের উত্তেজনার পারদ তখন ঊর্ধ্বগামী। কোভিডের কারণে একাধিক ফিল্মের মুক্তি পিছিয়ে যায় এবং বড় পর্দায় তাঁদের প্রিয় তারকাদের দেখার জন্য এক দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল। তবে, দেখে যা মনে হচ্ছে রজনীকান্তের ফ্যানেরা দীর্ঘশ্বাস ফেলতে পারেন। কারণ? রজনীকান্ত অভিনীত পরবর্তী ছবি ‘আন্নাথে’ দিওয়ালিতে মুক্তি পেতে চলছে। চলতি বছর ৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবি। দিওয়ালিতে ছবি মুক্তির ঘোষণা জানুয়ারি মাসে নিয়েছিলেন নির্মাতারা।কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভের কারণে অনিশ্চিত ছিল সবকিছু।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8598​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us