New Update
/anm-bengali/media/post_banners/rnlUXT6QGJktJVf8RAI6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'আঁখিয়ো সে গোলি মারে…’। বাক্যটা পড়েই হয়তো গানটা গুনগুন করতে শুরু করেছেন আপনি। ছবিটার কথাও মনে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। ঠিকই ধরেছেন। রবিনা ট্যান্ডন এবং গোবিন্দা। বলিউডের দুই হিট জুটি ‘পরদেশী’, ‘দুলহে রাজা’, ‘স্যান্ডউইচ’-এর মতো একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন। সেই জুটিকে যদি আবার দেখা যায়, তা নিয়ে কৌতূহল তো থাকবেই।রবিবার সোশ্যাল মিডিয়ায় রবিনা কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন গোবিন্দা। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবার একসঙ্গে স্ক্রিনে আসছি। কী, কোথায়, কখন… কামিং সুন…।
’
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8596​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us