'মল-সিনেমা হল খোলা থাকলে রথযাত্রা কেন নয়?'

author-image
Harmeet
New Update
'মল-সিনেমা হল খোলা থাকলে রথযাত্রা কেন নয়?'

নিজস্ব সংবাদদাতা: এবার হুমকি! রথযাত্রা না হলে অন্য রকম পথে যাওয়ার কথা বললেন লক্ষ্মণদাসজি মহারাজ । এবার রথযাত্রা না হলে বিক্ষোভ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, 'মল, সিনেমাহল, মাল্টিপ্লেক্স সবই তো খোলা। তাহলে রথযাত্রায় আপত্তি কোথায়?' কিছু দিন আগে রথযাত্রা না হলে নিজেকে শেষ করার হুমকি দিয়েছিলেন মহারাজ। এবার অন্যান্য সন্তকে সঙ্গে নিয়ে বিক্ষোভের পথে যাবেন বলে দিলেন হুমকি।