ডেবরা ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডেবরা ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ

দিগবিজয় মাহালী, বালিচকঃ  দাবি ছিল বালিচকে একটি প্রশস্ত বাস স্ট্যান্ড ও যাত্রী প্রতীক্ষালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ, বালিচক ফ্লাইওভার 2022 সালের মধ্যে সম্পন্ন করতে হবে, বালিচকে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সর্বোপরি ডেবরার বারাগড়ে তরুণীকে ধর্ষণ করে খুন করার অভিযোগের তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ইত্যাদি দাবি তুলে ধরা হয়।

   ডেপুটেশন গ্রহণ করার জন্য জয়েন্ট বিডিও বৈশাখী চ্যাটার্জী এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ কর উপস্থিত ছিলেন।
     তাঁরা এই দাবিগুলি তুলে ধরার পর তার সমাধানের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রতিটি দাবির গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি এবং পরিষ্কারভাবে জানিয়েছি দ্রুত এই সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে বালিচক ফ্লাইওভার নির্মাণের দাবিতে যেভাবে বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিলাম সেভাবে আমরা এলাকায় বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। কিছুদিনের মধ্যেই আমরা এই দাবিগুলি নিয়ে মেদিনীপুরের জেলাশাসক দপ্তরেও ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করব।
আজকের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহিনী মোহন মাইতি, রিনা সামন্ত, নিতাই চরণ মাকড়, আভা গাঁতাইত, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভূঁইয়া, সুরেন্দ্রনাথ হেমব্রম, শ্যামলী পাত্র, নিভা ওঝা, মন্দিরা পাত্র, দীপঙ্কর মাইতি, ডক্টর সুশান্ত বেরা, যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী সহ অনান্যরা।