New Update
/anm-bengali/media/post_banners/rKxDpgzZ1766pwNREqUr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কথায় আছে বিড়াল হচ্ছে মাছ ভক্ত। মাছ আর দুধ খেতেই পছন্দ করে বিড়াল। তবে বিড়ালের শাক খাওয়ার ঘটনা খুব একটা শোনা যায় না। এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যা দেখলে অবাক হবেন আপনিও। নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। বিড়াল কিনা দুধ আর মাছ ছেড়ে খাচ্ছে কাঁচা শাক। ভাইরাল ভিডিওয় এরকমই দৃশ্য দেখা যাচ্ছে। গৃহকর্তার এনে রাখা বাজারের ব্যাগ থেকে শাকের পাতা খাচ্ছে তার পোষ্য বিড়াল। সাময়িক সময়ের জন্য অবাক হলেও শেষমেশ হাসতে হাসতে পেটে খিল লাগবে আপনার। দেখুন ভিডিও-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us