নিজস্ব সংবাদদাতাঃ অসুস্থ রাজ্যপাল, গেলেন না মতুয়াদের বারুণী মেলায়। মাঝপথ থেকেই ফিরলেন রাজভবনে। কৈখালি থেকেই গাড়ি ঘুরিয়ে রাজভবনে ফিরলেন বলে খবর সূত্রের। ‘রাজভবনের চিকিৎসকরা পরীক্ষা করছেন রাজ্যপালকে, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে', খবর সূত্রের। রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি।