নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। আজ পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত মিছিল করেন রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই ইস্যুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ফের পথে নামবে দল, জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।