/anm-bengali/media/post_banners/gixqOQwjFNls5iar8r1O.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে দুষ্কৃতী হামলার অভিযোগ। গত ৩০ তারিখে ঠাকুর বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী। তাঁরা একটি বাসে যাচ্ছিলেন ঠাকুরনগরে। অভিযোগ, বারাসত-যশোররোডে ৩০ জন দুষ্কৃতী বাস আটকে হামলা চালায়। পুণ্যার্থীদের মারধর করে, বাসে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। বারাসত থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুণ্যার্থীদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। তখনই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই গাড়িতে থাকা বেশ কয়েকজন তখন ওই বাসে উঠে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আপাতত বারাসত থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করা হবে । ধৃতদের প্রত্যেকের বাড়ি বারাসতের কাজীপাড়া এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us