নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের বেশ কয়েকটি শহর রুশ বাহিনীর 'ভারী গোলাবর্ষণে' ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন আঞ্চলিক সামরিক গভর্নর।
যেসব শহর ও শহরে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে সেভারোডোনেটস্ক, রুবিজানে, লিসিচানস্ক, ক্রেমিন্না ও ইভানিভকা, সের্হি হাইদাই, লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান।