দমদমে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দমদমে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ

নিজস্ব সংবাদদাতাঃ বন্ধ ঘর থেকে মা ও ছেলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দমদমের নবপল্লির ঘটনা। মৃতদের নাম শ্রাবণী পাল ও সন্দীপ পাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার আন্দুলের বাসিন্দা শ্রাবণী ও সন্দীপ গত ছয় মাস আগে দমদমের নবপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তিন মাস বাড়ি ভাড়াও দেন। কিন্তু বিগত তিন মাস বাড়ি ভাড়ার টাকা দিতে পারছিলেন না তাঁরা। তদন্তে জানা গিয়েছে, বাড়িওয়ালাকে তাঁরা জানিয়েছিলেন, কয়েকদিন থাকবেন না। এরপর আর তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যায়নি। সন্দীপের মামা দরজা ভাঙলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর বাড়ির দোতালায় উঠলে পচা গলা অবস্থায় পাওয়া যায় দুইজনকে। বাড়ির মালিক থানায় ফোন করে পুলিশ ডাকে, এরপর মৃতদেহ সহ দমদম থানার পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা যায় দেনায় জর্জড়িত হয়েছিল মা ও ছেলে। তাই এই মৃত্যুর পথ বেছে নিয়েছে। এছাড়া প্রাথমিক অনুমান প্রায় সাতদিন আগেই মৃত্যু হয়েছে দুই জনের। ছেলের মৃত্যু হয়েছে ফ্যান এর সাথে গলায় ফাঁস দিয়ে, কিন্ত মায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।