​
নিজস্ব সংবাদদাতাঃ চরমভাবে সেক্স করে ওঠার পর অনেক মানুষেরই মাথা ঘোরে। গা বমি করে, অনেকে এই কারণে ভয়ও পেয়ে যান। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবটাই হরমোনের খেলা। হুট করে হরমোনের উত্তাল ঢেউয়ের কারণে আপনার এমন শরীর অসুস্থ হয়ে পড়ে। এই সময় আপনার সঙ্গীকে আপনার যত্ন নিতে বলুন। দেখবেন আরও আদর পেলে সব ঠিক হয়ে যাবে।