নিজস্ব সংবাদদাতাঃ তেলের দাম বৃদ্ধির বিরাম নেই। সারা দেশে আবারও বাড়ল পেট্রল, ডিজেলের দাম। তার সরাসরি প্রভাব পড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। ডিজেলে প্রতি লিটারে দাম বেড়েছে ৮০ পয়সা। ফলে বৃহস্পতিবার কলকাতায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা লিটার।