অগ্নিমিত্রাকে কটাক্ষ করলেন কল্যাণ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অগ্নিমিত্রাকে কটাক্ষ করলেন কল্যাণ



রাহুল পাসোয়ানঃ "মাথায় বড় মত লাল টিপ পড়ে শুধু ঝগড়া করছে। কোথায় কিভাবে লড়াই করবো সেটাই করে যাচ্ছে। আর কিছু করেনি আসানসোল দক্ষিণের বিধায়ক।" অগ্নিমিত্রা পাল নিয়ে কটাক্ষ করলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আসানসোলের রবীন্দ্রভবনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে কর্মীসভায় এসে একথা বলেন কল্যানবাবু। তিনি বলেন, অনেক জায়গায় লেখা আছে “আসানসোলে আসানসোলের মেয়েকে চায়। ভালো কথা। কিন্তু ২০২১ এর মে মাসের পর থেকে কেন আসানসোল আসানসোলের মেয়েকে দেখতে পেলেন না ?সেই প্রশ্নের উত্তরটা দিনতো। একটা দুয়ারে সরকারের প্রকল্পের মত ক্যাম্পেও দেখা যায়নি। কোনও পুজোতে, কোনও কিছুতে কেন আসানসোল দক্ষিণের মানুষ তাঁকে দেখতে পেলেন না।" এরপর কুস্তির মত অঙ্গভঙ্গি করে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "বিরাট বড় লালটিপ পরে শুধু ঝগড়া করে যাচ্ছেন তিনি। কিভাবে লড়াই করবো তাই করছেন। শুধু টিভিতে দেখা যাচ্ছে। একদিনের জন্য আসানসোলের মেয়েকে আসানসোল দক্ষিণের মানুষ দেখেননি।" এই অনুষ্ঠান শেষের পর আলাদা করে তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অগ্নিমিত্রা পালকে আসানসোলে দেখা যায় না। জেতার পর উনি আসেননি। প্রশ্ন করা হয় তাহলে কি উনি আসানসোলের মেয়ে নন ? কল্যানবাবুর দাবি আমি ব্যক্তিগত বিষয়ে যাবো না। মুখ খুললে অনেকের অসুবিধা হয়ে যাবে।
এই কটাক্ষের পাল্টা অগ্নিমিত্রা পালের দাবি, "কল্যান বন্দ্যোপাধ্যায় অতীতে বাংলা মহিলাদের নিয়ে অসম্মানজনক কথা বলেছন। কারও নূপূর নিয়ে কথা বলেছেন। কারও অন্য কিছু নিয়ে। টিএমসি নেতৃত্ব বাঙালি মহিলাদের অপমান করেন তখন নীচুতলার কর্মীরাও উতসাহিত হন। ধর্ষণ বাড়ে বাংলায়। এটাই তৃণমূলের সংস্কৃতি। আমি আসানসোল দক্ষিণে থাকি না থাকি, ওনাকে জবাব দেবো না। আমার বিধানসভার ভোটারদের সেই জবাব দেবো।"