শহরের জলাশয় নিয়ে উদ্যোগ পুরসভার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শহরের জলাশয় নিয়ে উদ্যোগ পুরসভার

নিজস্ব সংবাদদাতাঃ পুরসভা সূত্রের খবর, চলতি মাসে মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী দিনে পুরসভার ওয়ার্ডভিত্তিক জলাশয়ের তালিকা থেকে কোনও পুকুর, ডোবা বা জলাশয় বাদ দিতে গেলে আগে পুরকর্তাদের সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। পুরসভার পরিবেশ ও ঐতিহ্য দফতরের ইঞ্জিনিয়ার এবং মূল্যায়ন ও রাজস্ব দফতরের আধিকারিকের যৌথ পরিদর্শনের উপরে ভিত্তিতে তৈরি রিপোর্ট পেশ করতে হবে মেয়র পরিষদের বৈঠকে। সেই রিপোর্ট ছাড়া তালিকা থেকে জলাশয়, পুকুর বাদ দেওয়ার প্রস্তাব মেয়র পরিষদের বৈঠকে তোলা যাবে না বলে সব দফতরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। পুর প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এত দিন মূলত পুকুর বোজানোর অভিযোগ পেলে তবেই সেখানে যেতেন পুরকর্তারা। কিন্তু এ বার সব ক্ষেত্রেই তা করা হবে।