আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার এক জন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার এক জন

রাহুল পাসওয়ান, আসানসোলঃ  আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সালানপুর থানার রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। গতকাল রাতে লোয়ার কেশিয়া থেকে নামোকেশিয়ার দিকে যাওয়ার রাস্তায় ছাতিম ডাঙার কাছে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার। তার বাড়ি সালানপুর থানার নামোকেশিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিয়মমাফিক নাকা চেকিং চলছি রুপনারায়নপুর এলাকায়। সেই সময় নামোকেশিয়া দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসছিলেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে থামাতে চাইলে ওই ব্যক্তি মোটরসাইকেলের স্পীড বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই পুলিশ থাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে  ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান, দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে। আজ তাকে আসানসোল মহকুমা আদালতে পাঠানো হয়।