মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের মিছিল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের মিছিল

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম : পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে মঙ্গলবার পথে নামে ঝাড়গ্রাম জেলা ছাত্র পরিষদ এবং জেলা যুব তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এবিএস মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কুলটিকরী এলাকার হরি মন্দির, শিব মন্দির পরিক্রমা করে কুলটিকরী তৃণমূল কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে পা মেলান গোপীবল্লভপুর বিধান সভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত, বিনপুর বিধান সভার বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরজিৎ হাঁসদা, ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য, সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত ও ছাত্র, যুব, সাধারণমানুষ কেন্দ্রীয় সরকার যদি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম না কমায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা। মিছিলে হাজারেরও বেশি মানুষ পা মেলান। ওই মিছিলে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, 'পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যার ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষ। তাই প্রতিটি মানুষের উচিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়া।' সেই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান।