প্রয়াত শ্রমিক নেতার স্মরণসভা

author-image
Harmeet
New Update
প্রয়াত শ্রমিক নেতার স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : রবিবার উখড়া কমিউনিটি হলে আয়োজিত হল প্রয়াত শ্রমিক নেতা গণেশ রায় (সেন্টু ) এর স্মরণ সভা । শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে এদিন স্মরণ সভাটির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি-র যুগ্ম-সম্পাদক চন্ডী বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার প্রাক্তন সদস্য রামচন্দ্র সিং, প্রাক্তন বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । উল্লেখ্য ২১শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গণেশ বাবুর মৃত্যু হয় । তিনি শ্রমিক সংগঠন আই এন টি ইউ সির যুগ্ম-সম্পাদক পদে ছিলেন । স্মরণ সভায় উপস্থিত বক্তারা শ্রমিক আন্দোলনে গণেশ বাবুর অবদানের কথার স্মৃতিচারণ করেন ।