বাতিল রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের প্যানেল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাতিল রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের প্যানেল

নিজস্ব সংবাদদাতাঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়ম নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এবার রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে ৯৯৭ জনের প্যানেল বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)। অভিযোগ, প্যানেল তৈরির সময় সংরক্ষণবিধি মানা হয়নি। এমনকী, মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালে রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৯৯৭ জনের প্যানেল তৈরি হয়। ১০০ জন নিয়োগপত্রও পেয়ে গিয়েছিল। এরপরই নিয়োগে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল স্যাটে। অভিযোগকারীদের দাবি, বেআইনিভাবে অনেককে মেধাতালিকার উপর দিকে স্থান দেওয়া হয়েছে। এমনকী, সংরক্ষণ নীতিও মানা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে শুনানি চলে স্যাটে। জানা গিয়েছে, নিয়োগে বেশ কিছু বেনিয়মের প্রমাণ পেয়েছে স্যাট। এরপরেই এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।