বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে এবং রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে মিছিল করে ঝাড়গ্রাম থানার সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়কের উপর শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কগন হামলা চালিয়েছে। বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ওই ঘটনার তীব্র নিন্দা করে ঝাড়গ্রাম থানার সামনে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শুধু ঝাড়গ্রাম থানায় নয় রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি থানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়।