আইপিএল-এ কত উইকেট লক্ষ্য ভূবনেশ্বরের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইপিএল-এ কত উইকেট লক্ষ্য ভূবনেশ্বরের


নিজস্ব সংবাদদাতাঃ আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সানারাইজারস হায়াদ্রাবাদ। এই ম্যাচে থাকবে ভূবনেশ্বর কুমার। তিনি হায়াদ্রাবআদের হয়ে মাঠে নামবেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই তিনি এইবারের আইপিএল নিয়ে নিজের লক্ষ্যের কথা বললেন। তিনি জানান এবারের আইপিএল মিলিয়ে তিনি ১৫০টা উইকেট নিতে চান।