/anm-bengali/media/post_banners/xx2tg8mbf7723fadKhkq.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : কারখানায় পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা ও জলসংযোগ ছাড়াই মেরামতির পর চলল পূজার্চনা ও মাঙ্গলিক অনুষ্ঠান। হলদিয়ায় মডার্ন কনকাস্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি, রুগ্ন কারখানার মেরামতির পর পূজার্চনা, মাঙ্গলিক অনুষ্ঠান, নেই উৎপাদন প্রক্রিয়া।
কারখানার নিয়ম মেনে মাঙ্গলিক অনুষ্ঠান ও পূজার্চনা চললেও কারখানার উৎপাদন প্রক্রিয়া শুরু করতে পারেনি। হলদিয়া দূর্গাচক থানা এলাকায় পুনর্জীবিত করতে আগেই মাঠে নেমেছিলো মডার্ন কনকাস্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি। ভূঁইয়ারায়চক মৌজায় লৌহ ও এলয় তৈরির কারখানা মডার্ন কনকাস্ট দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর বিক্রি হয়ে যায়। কারখানাটি কিনে, চালু করার দায়িত্ব নেয় কাশবি কোম্পানি মডার্ন কনকাস্ট। ১৬৫ কোটি টাকায় কারখানাটি কেনার পর আরও ৫০ কোটি টাকা খরচ করে মেরামতির কাজ সম্পন্ন হয়। রুগ্ণ কারখানা পুনরুজ্জীবিত করার জন্য দু'বছর ধরে কারখানায় মেরামতির কাজ চলে। প্রায় ৪০০ শ্রমিক নিয়ে কারখানাটি মেরামতির কাজ শেষ হলেও উৎপাদন শুরু করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। পূজার্চনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সংগঠনের সভাপতি শিবনাথ সরকার ও উপদেষ্টা কমিটির সুধাংশু মন্ডল, তুষার মন্ডল, কারখানার অফিসার এস কে দাস, মিঃ পাল প্রমুখ।
জানা যায়, কারখানায় বিদ্যুৎ ও জল সরবরাহ নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কারখানার মেরামতির কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ করতে পারেনি। মডার্ন কনকাস্ট এর অতীতে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ এর বহু টাকা বাকি রয়েছে তাই সেই বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করতে পারায়, নতুন করে সংযোগ দিচ্ছে না বলে জানায়। কারখানার বিদ্যুৎ সংযোগ ও জল নিয়ে একাধিকবার বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। তবে মডার্ন কনকাস্ট আশাবাদী এক মাসের মধ্যে তারা বিদ্যুৎ সংযোগ পাবে এবং কারখানার উৎপাদন শুরু করতে পারবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us