নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বাড়ানো হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। আজও ফের দাম বাড়ল জ্বালানির। কলকাতায় ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০৯ টাকা ৬৮ পয়সা। ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে ৮ দিনে সাত বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ৮ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকার বেশি। ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা।