দাদার বলে আউট হওয়ার পর যা বললেন হার্দিক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দাদার বলে আউট হওয়ার পর যা বললেন হার্দিক


নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ১৫তম আইপিএল-এ নবাগত দুই দল মুখোমুখি হয়েছিল। গুজরাট টাইটান্স ও লখনৌ জায়েন্টস। গুজরাটে ছিলেন হার্দিক পান্ডিয়া ও লখনৌয়ের হয়ে খেলেছেন হার্দিকের দাদা। গতকালের ম্যাচে গুজরাট জিতলেও হার্দিক কিন্তু আউট হয়েছেন তাঁর দাদার করা বলে। তাই এই প্রসঙ্গে হার্দিক বলেন, "যদি আমরা হেরে জেতাম তা হলে ক্রুণালের বলে আউট হওয়ার কষ্ট বেশি হত। কিন্তু সেটা হয়নি। ও আমাকে আউট করেছে। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তাই পরিবার এই মুহূর্তে নিরপেক্ষ ও খুশি।"