নৌকা পথে রমরমিয়ে চলছে অবৈধ ব্যাবসা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নৌকা পথে রমরমিয়ে চলছে অবৈধ ব্যাবসা





সালানপুর:- সালানপুর থানার কালীপাথর গ্রামের মাইথনের জলাধারে চলছে অবৈধ কয়লা ও সাদা পাথরের ব্যাবসা। সাইকেলে করে অবৈধ কয়লা নিয়ে গিয়ে নৌকার মাধ্যমে পাচার হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলে ও ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে অবৈধ সাদা পাথর যাকে মাফিয়াদের ভাষায় বলা হয় কুয়াজ পাথর। যার বাজারে মূল্য প্রচুর। আর চোরাই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়খণ্ডে। আর এই কয়লার মূল্য অনেক ঝাড়খণ্ডে।কিন্তু প্রশ্ন উঠেছে সালানপুর থানা সহ রয়েছে দুটি ফাঁড়ি কল্যানেশ্বরী এবং রূপনারায়ানপুর ফাঁড়ি আর এই চোরাই ব্যাবসা চলছে সবার মাঝে খবর সূত্রে জানা যায় যে সালানপুর থানার অন্তর্গত বনজেমারী কয়লা খনি থেকে অবৈধ কয়লা সাইকেল,মোটর সাইকেলে করে কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত সিধাবাড়ি হয়ে নিয়ে আসা হচ্ছে,রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত কালিপাথর মাইথন জলাধারে যেখানে নৌকা করে কয়লা পাচার করা হচ্ছে।আবার ঝাড়খণ্ড থেকে নৌকা করে সাদাপাথর নিয়ে আসে হচ্ছে বাংলায় ও ওই রাস্তা দিয়ে সাদাপাথরের পাচার করা হচ্ছে বিভিন্ন কল কারখানায়।তবে থানা এবং ফাঁড়ি গুলির সামনেই এত বড় চোরাই কারবার চলছে পুলিশ কিছুই জানে না তা একেবারে মেনে নেওয়া যায় না।তবে জানা গেছে চোরাই ব্যাবসার পিছনে বড় কোনো ব্যাক্তির হাত রয়েছে।তবেই প্রতিদিন দিনের বেলায় এতবড় ব্যাবসা চলাচ্ছে মাফিয়ারা।