New Update
/anm-bengali/media/post_banners/1FQB338OdtjWY3bpz2Ej.jpg)
রাহুল পাসোয়ান -বিধানসভায় গন্ডগোল এর প্রতিবাদে আসানসোল বিএন আর মোড়ে বিজেপির রাস্তা অবরোধ।রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে এসে বিএন আর ব্রিজের মুখে রাস্তায় বসে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বাপ্পা চ্যাটার্জি, জেলা সভাপতি দিলীপ দে সহ বিজেপি কর্মীরা।প্রায় ১০ মিনিট অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।এদিন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, বিধানসভায় আমাদের বিধায়করা আক্রান্ত হয়েছে।তার প্রতিবাদে আজকে আমরা প্রতীকী অবরোধ করলাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us