নিজস্ব সংবাদদাতা: রামপুরহাটকাণ্ডের আঁচ পড়ে কলকাতার রাজপথেও। এর প্রতিবাদে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। বিধানসভায় হামলার অভিযোগেও প্রতিবাদ জানানো হয়।রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে বিজেপি। আজ বিধানসভায় এক দফা তুলকালাম হওয়ার পর, এবার রানি রাসমণি অ্যাভিনিউর প্রতিবাদ মঞ্চ থেকেও সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের "কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে", এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দু। বললেন, "ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন ভোট জোগাড় করার জন্য।"