ব্রাত্য উমেশই ভরসা কেকেআর-এর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ব্রাত্য উমেশই ভরসা কেকেআর-এর





নিজস্ব সংবাদদাতাঃ সাদা বলের ক্রিকেট থেকে বাদ পড়েছে উমেশ যাদব। কিন্তু বর্তমানে তিনিই কেকেআর-এর ভরসা। প্যাটও দলে নেই, সেই সঙ্গে নেই টিম সৌদিও। তাই প্রথম দিনের ম্যাচেই শ্রেয়স আইয়ার প্রথম ওভারের বল তুলে দেন উমেশের হাতেই। ২ বছর পর এই সুযোগ তিনি পান। এবারের আইপিএল-এর মরশুমে ওয়াংখেড়ের বুকেই নবজন্ম হলো উমেশের।