মাঠে নামতে চলেছে হার্দিকের নতুন দল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাঠে নামতে চলেছে হার্দিকের নতুন দল



নিজস্ব সংবাদদাতাঃ আজ মাঠে প্রথমবারের জন্য নামতে চলেছে গুজরাট টাইটান্স। অপেক্ষার আর কয়েক ঘণ্টার মাত্র। তারপরেই হার্দিকের অধিনায়কত্ব শুরু হবে। দলে থাকতে চলেছে রশিদ খান, শুভমন গিল ও মহম্মদ শামির মতো তাবড় তাবড় তারকারা।