New Update
/anm-bengali/media/post_banners/dOVNTmBVYbgH8AVKWTfu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল পাঞ্জাব কিংস-কে। কিন্তু ১ওভার নাকি থাকতেই পাঞ্জাব ২০৮ রান করে নেয়। পাঞ্জাবের এমন খেলা দেখে আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি বলেন, “১০ রানের মাথায় সম্ভবত আমরা স্মিথের ক্যাচ ফেলে দিই। ক্যাচ ধরতে হবে। ক্যাচ নিলে ম্যাচ জেতা যায়। শিশির ছিল। বোলারদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল। তবে আমার মনে হয় বল হাতে ওরা ভালই খেলেছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us