New Update
/anm-bengali/media/post_banners/j2vtZU6CgpTk2auv0DVM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সবে মাঝ মাসে চৈত্র, তবে এখনই বেশ গরম পড়েছে। তবে স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। বাংলার ওপর অবস্থান করছে জোড়া নিম্নচাপ। গোটা বাংলার প্রায় সবকটি জেলা জুড়েই পড়বে নিম্নচাপের প্রভাব। ফলে খুব শীঘ্রই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us