হাতির আতঙ্কে ঝাড়গ্রাম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাতির আতঙ্কে ঝাড়গ্রাম


নিউজ ডেস্কঃ ঝাড়গ্রামঃ সাত সকালে ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় দলছুট হাতির তাণ্ডব আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে সোমবার সাতসকালে দলছুট একটি দাঁতাল হাতি আচমকা ঢুকে পড়ে। যার ফলে পুকুরিয়া গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আট থেকে নটি হাতি স্থানীয় জঙ্গলে কয়েকদিন ধরে অবস্থান করছে। মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে। সেই সঙ্গে হাতির দল ঘরবাড়ির ক্ষতি করছে। ঠিক সেই সময় সোমবার সকালে দলছুট পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতি পুকুরিয়া গ্রামের লোকালয়ে ঢুকে তান্ডব শুরু করেছে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা খাবারের সন্ধানে এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করেছে দলছুট দাঁতাল হাতি। যার ফলে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, তেমনি ফসলের ও ঘর বাড়ির ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।