New Update
/anm-bengali/media/post_banners/4tZKIJYPBk1pfmRi5opz.jpg)
রাহুল পাসোয়ান: কেন্দ্রীয় সরকারের শ্রম আইনের প্রতিবাদে বামেদের ডাকা দু দিনের ধর্মঘটে সোমবার সকাল থেকে তেমন কোন প্রভাব পড়েনি আসানসোল শিল্পাঞ্চলে। সোমবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে দুর পাল্লার বাস, মিনি বাস, ও সরকারি বাস অন্য দিনের মত যাতায়াত করতে লক্ষ্য করা যায় । অপরদিকে পশ্চিম বর্ধমানের আর এক শিল্প শহর দুর্গাপুরের সকালের চিত্রটা ছিল একটু অন্য রকম।সকালে মিনি বাস চলাচল করলেও বড় বাসের সংখ্যা অন্য দিনের তুলনায় কম লক্ষ করা যায় । তবে সরকারি বাস চলতে লক্ষ করা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us