ডেবরাতে রাস্তা অবরোধ বাম সমর্থকদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডেবরাতে রাস্তা অবরোধ বাম সমর্থকদের



দ্বিগবিজয় মাহালীঃ ডেবরাতে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করলো বাম সমর্থকরা। আজ অর্থাৎ সোমবার এবং আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে বাম সংগঠন। আজ ডেবরায় খড়্গপুর কোলকাতা ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করলো সমর্থকরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বেশ কিছুক্ষন ধরে অবরোধ চলায় বহু দূর পাল্লার গাড়ী আটকে যায়।।