অন্ডাল ব্লকে রোড শো করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অন্ডাল ব্লকে রোড শো করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

হরি ঘোষ, অন্ডালঃ  রবিবার অন্ডাল ব্লকের দক্ষিণ খন্ড থেকে উখরা পর্যন্ত রোড শো করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিনের রোড শোয়ে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল, সহ সভাপতি সরণ সায়গল, উখরা পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ। হুড খোলা গাড়িতে চেপে রোড শোয়ে এলাকা মাতালেন তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। একসময়ের চলচ্চিত্র জগতের স্টারকে একঝলক দেখবার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ ভিড় করে শত্রুঘ্ন সিনহাকে দেখবার জন্য। দুর্ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা ছিল কঠোর।