New Update
/anm-bengali/media/post_banners/e4m1yuFZB79lzmVwHwDo.jpg)
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির অনুষ্ঠানে রামপুরহাটের ঘটনা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূলের ঘরেই, আমার আমাকেই গালাগালি দিচ্ছে।" তবে গোটা ঘটনায় পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন মমতা। তাঁর কথায়, "পুলিশের ভুল ছিল প্রথমে। আমরা অ্যাকশন নিয়েছি, ওসি, এসডিপিওকে সরিয়েছি, গ্রেফতার করেছি, তৃণমূল নেতাকে গ্রেফতার করেছি। সবাইকে সাহায্য করা হয়েছে।" গোটা ঘটনায় বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, "সিপিএম, কংগ্রেস, বিজেপি তোফা হয়ে সোফায় বসে থাকব। উন্নাওতে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল। কী বিচার হয়েছে? হাথরসে কী বিচার হল? অসমে এনপিআর নিয়ে কত লোকের মৃত্যু হল? দিল্লিতে কত লোক মারা গেল? বডিগুলো কোথায় গেল, একবারও কেউ বিচার পেয়েছেন?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us