New Update
/anm-bengali/media/post_banners/PrpYHcmunueOwr3i8gMY.jpg)
রাহুল পাসোয়ানঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ শনিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ফাঁড়ি অন্তরগত সীতারামপূরের বোকা বাবা মন্দির সংলগ্ন এলাকা থেকে ৫কেজি ২০০গ্রাম গাঁজা সহ ২জনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ । পুলিশ সূত্রের খবর ৫কেজি ২০০গ্রাম গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয় রাহুল কুমার( ২৭)
রসুলপুর পাটনা সিটি এবং গিরিশ কুমার( ২২ )বাকতিয়ারপুর পাটনার বাসিন্দা বলে জানা যায়। এরা ২জন বিহার রাজ্য থেকে বাসের মাধ্যমে কুলটির সীতারামপুরে আসে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিয়মতপুর ফাঁড়ির গ্রেপ্তার করেছে । আজ রবিবারে ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us